বিশ্ববিদ্যালয় কনসার্টের জায়গা না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো কোনো শিক্ষানুরাগী মানুষ চালায় না এটা আমি নিশ্চিত। কোনো ভালো শিক্ষানুরাগী মানুষ এসব কনসার্টের পক্ষে থাকতে পারে না। ডিগ্রি ব্যবসা যদি ভার্সিটির মূল কাজ হয় তাহলে তাহলে এসব বেহায়াপনা করেন, ঠিকাছে। কে কতো বড় কনসার্ট করতে পারেন করতে থাকেন।

যেদিন দেখবেন বিশ্ববিদ্যালয় গুলো নিজের অবস্থান জানানোর জন্য কনসার্টের বদলে দেশের বিভিন্ন সমস্যার উপর কাজ করার দিকে জোর দিচ্ছে সেদিন বুঝবেন আসলেই শিক্ষাব্যবস্থার কিছুটা উন্নতি হইছে। নাহলে এসব যতদিন চলছে আমাদের কোনো উন্নতি হচ্ছে না আসলে, সরি।

Categorized in: